Sikim : বন্ধ হয়ে গেলো শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক : U Bangla TV

Sikim : বন্ধ হয়ে গেলো শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক : U Bangla TV

Jun 26, 2024 - 16:28
 0  5

গোটা উত্তরবঙ্গে জুড়ে লাগাতার বৃষ্টি ফলে ব্যহত জনজীবন। তার মধ্যে ফের পাহাড়ে ধস।  যার ফলে বন্ধ হয়ে গেলো শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক।  সড়ক বন্ধের ফলে সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকমহল। তবে লিকুভির থেকে ১০ নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে তিস্তা বাজারে কাছে একটি বড় গাছ উপড়ে পড়েছে। পাশাপাশি জানা গিয়েছে,পশ্চিম সিকিমের মানেবুং ডেন্টাম এলাকার অধীনে কারমাটার গিটাং গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে আজ একটি ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত হন কয়েকজন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।             

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow