Sikkim : প্রাণ বাঁচালেন ক্রিশক্তি কোরের সেনাজওয়ানরা : U Bangla TV
Sikkim : প্রাণ বাঁচালেন ক্রিশক্তি কোরের সেনাজওয়ানরা : U Bangla TV
সিকিমে আচমকাই প্রবল তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে খাবার, গরম কাপড় ও থাকার ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করল ত্রিশক্তি কোরের সেনাজওয়ানরা। জানা গিয়েছে দেশ বিদদেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা পুর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছেন। বুধবারও তারা পুর্ব সিকিমের উচু জায়গায় ঘুরতে আসেন। কিন্তু আচমকাই প্রবল তুষারপাত হয়। ফলে ছাঙ্গু থেকে গ্যাংটক ফেরার পথে পর্যটক বোঝাই চার চাকার গাড়ি গুলি সেই তুষারপাতে আটকে পড়ে। মূহুর্তের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা পড়তে থাকে গাড়িগুলো। পর্যটকরা আশঙ্কা প্রকাশ করেন, তারা ভেবেছিলেন হয়ত তারা আর প্রাণ হাতে নিয়ে ফিরতে পারবেন না। এভাবে আটকে পড়ে ঠাডায় জমে যাবেন। তখনই দেব দূতের মতো এগিয়ে আসেন সেনা জওয়ানরা। তৎক্ষনাৎ বৃদ্ধ সহ মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৮০০ জন পর্যটকদের উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যান। এরপর তাদের থাকার ব্যবস্থা সহ গরম কাপড় কম্বল ও গরম খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। পর্যটকদের থাকার জন্য সেনা জওয়ানরা নিজেদের থাকার ও শোওয়ার জায়গা পর্যন্ত ছেড়ে দেন। সেনা জওয়ানের এই উদ্ধার কাজ গভীর রাত পর্যন্ত চলতে থাকে তাতে বিভিন্ন জায়গা থেকে প্রায় ১২১৭ জন পর্যটকদের উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সেনা জওয়ানদের এই কর্মকাণ্ডে ভারতীয় সেনা জওয়ানদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্যটকরা। আজ সকাল থেকে পর্যটকদের ধাপে ধাপে গ্যাংটক পাঠাবার ব্যবস্থা করা হয় | #sikkim #sikkimnews #newstoday #newslive @ubanglatvofficial
What's Your Reaction?