Tripura : জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ : U Bangla TV
Tripura : জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ : U Bangla TV
জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে আলোচনা সভায় ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ!"বিদ্যুৎ স্থানান্তর বিদ্যুৎ নিরাপত্তা" এই স্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবস। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে আগরতলা জিবি ৭৯ টিলা স্থিত টিপিটিএল এর উর্জাভ ভবনে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করলে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন,আজ জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ দিবসে রাজ্যের সমস্ত স্তরের বিদ্যুৎ ভোক্তাদের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানান তিনি । বিদ্যুৎ অপচয় রোধে প্রত্যেককেই সচেতন এবং সজাগ থাকারও অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, বিদ্যুতের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ১৯৯১ সাল থেকে জাতীয় স্তরে এই দিনটি প্রতিপালিত হয়ে আসছে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি এই দিনটি উদযাপনের ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিয়ে থাকে। #tripura #tripuranews #newslive #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?