Purulia : সরকারি স্বীকৃতি না পাওয়ায় কর্ম বিরতি কর্মসূচি আশা কর্মীদের : U Bangla TV
Purulia : সরকারি স্বীকৃতি না পাওয়ায় কর্ম বিরতি কর্মসূচি আশা কর্মীদের : U Bangla TV
১লা মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে আশা কর্মীরা রাজ্য জুড়ে চলছে আশা কর্মীদের কর্ম বিরতি কর্মসূচি। তাই সমস্ত জেলার পাশাপাশি পুরুলিয়া জেলার বরাবাজারেও সরকারি স্বীকৃতি না পাওয়ায় কর্ম বিরতি কর্মসূচি নিয়ে পথে নামলো আশা কর্মীরা। রবিবার বরাবাজার ব্লক থেকে রেলি করে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পৌঁছায়। তাদের দাবী সমর্থনে শ্লোগান দিয়ে রেলিতে হাটেন ১১৮ জন আশা কর্মী। আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার। দাবি আদায়ের আন্দোলন নামলে শুধুমাত্র প্রতিশ্রুতি মেলে সেই প্রতিশ্রুতি আর পূরণ হয় না। তাই আশা কর্মীরা পয়লা মার্চ থেকে কর্মবিরতির ডাক দিয়েছে এবং লাগাতার এই কর্ম বিরতি আন্দোলন চলবে। শুধু তাই নয় তাদের বেতন বৃদ্ধি হয়েছে ঠিকই কিন্তু সঠিকভাবে তারা বেতন পায় না কোন মাসে ৫০০ টাকা এবং কোন মাসে হাজার টাকা ভাগ করে করে তাদের টাকা দেওয়া হয়। তারা আরও বলেন তারা ২৪ ঘন্টা সার্ভিস দেন জনসাধারণকে তবুও তাদেরকে সঠিক ভাবে বেতন দেওয়া হয় না । তাদের দাবি না মানা হলে তাদের কর্ম বিরতি লাগাতার চলবে বলে জানান তাঁরা। #purulia #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?