Assam : অসম রাজ্যে কর্কট রোগীর সংখ্যা বৃদ্ধি : U Bangla TV

Assam : অসম রাজ্যে কর্কট রোগীর সংখ্যা বৃদ্ধি : U Bangla TV

Mar 3, 2024 - 18:26
Mar 3, 2024 - 19:10
 0  6

অসমে তেজপুরে কর্কট রুগির সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে।। অসমে ৭০ শতাংশ কর্কট রুগির সঠিকভাবে সনাক্ত না করার ফলে এই রাজ্যে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কর্কট রুগির সংখ্যা। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ৮০ শতাংশ ক্যান্সার রুগির সনাক্ত হয় তারই মধ্যে ৭০% অসমে। বিশেষ করে পান তাম্বাকু জাতীয় সামগ্রী সেবন করার ফলে অসমের বিভিন্ন লোকদের মুখে অধিক পরিমাণ ক্যান্সার হওয়া পরিলক্ষিত হয়। কিন্তু এই দুরারোগ্য ক্যান্সার ভ্যাকসিনের মাধ্যমে আরোগ্য লাভ করতে পারা যায়।। তেজপুরে একটি উন্নত মানের বেসরকারি হাসপাতাল ‌Dorika হাসপাতালে কর্কট রুগি বিশেষজ্ঞ ডক্টর ভাংকেটেশ্বর প্রদীপ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সঙ্গে খাদ্যে প্রণালীর সাবধানতার সাথে আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে এই দুরারোগ্য কর্কট রোগ নিরাময় করতে পারা যায় বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য যে তেজপুরে নতুন করে স্থাপন করা Dorika হাসপাতালটিতে বিভিন্ন ধরনের রুগির সুবিধা এবং ঔষধপত্র মজুত রাখার জন্য সঞ্চালককে পরামর্শ দিয়েছেন, ক্যান্সার রোগে বিশেষজ্ঞ ডক্টর ভেঙ্কটেশ্বর। আজি অনুষ্ঠানে তেজপুরের বিশিষ্ট চিকিৎসক তথা সমাজকর্মী ডঃ সুরেন গগৈ নিজে কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসা গ্রহণের ফলে আরোগ্য লাভ করেছে বলে প্রকাশ করেন তিনি । এবং প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করে কিভাবে আরোগ্য লাভ করতে পারা যায় তাই তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেন ।পাশাপাশি তিনি এই রুগিদের ভয় সংকট থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। উল্লেখ্য যে এই অনুষ্ঠানে দেশের প্রথম সারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শংকরা ক্যান্সার এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাথে Dorika হাসপাতালের একটি চুক্তিপত্র স্বাক্ষর হয়। #assam #assamesenews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow