Tripura : বাজেট নিয়ে তিপ্রামথা দলকে তোপ দাগলেন ত্রিপুরার মন্ত্রী
Tripura : বাজেট নিয়ে তিপ্রামথা দলকে তোপ দাগলেন ত্রিপুরার মন্ত্রী
বাজেট নিয়ে তিপ্রামথা দলকে তোপ দাগলেন ত্রিপুরার বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ,আইন এবং নির্বাচন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ!
আগরতলা কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ, আইন এবং নির্বাচন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা।২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ত্রিপুরার জনজাতি মানুষদের জন্য বরাদ্দকৃত অর্থ নিয়ে ত্রিপুরার বিরোধী দল তিপ্রামথার নেতৃত্ব তীব্র ভাষায় আক্রমণ করেছে ত্রিপুরা সরকারকে।তিপ্রামথা দলের নেতৃত্বদের অভিযোগ, ত্রিপুরা সরকার জনজাতিদের কল্যাণে এই বাজেটে মাত্র দুই শতাংশ অর্থ বরাদ্দ করেছে। বিশেষ করে তিপ্রামথা দলের প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন এই অভিযোগ এনেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী রতন নাথ নাথ জানান,২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ৩৯.৮১ শতাংশ অর্থ ত্রিপুরার জনজাতি মানুষদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে।২০২৩-২৪ অর্থবছরের মোট বাজেট হলো,২৭ হাজার ৬৫৪ কোটি ৪৪ লক্ষ টাকা। এর থেকে বাদ যাবে বেতন ভাতা, ত্রিপুরা সরকারের নেওয়া ঋনের কিস্তি,সুদ, অন্যান্য খরচ বাবদ ১৩ হাজার ৫৬৮ কোটি ২ লক্ষ টাকা।বাকি ১৪ হাজার ৮৬ কোটি ৪২ লক্ষ টাকা,এটা হলো ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য। এই উন্নয়নের টাকা থেকে ৩১ শতাংশ খরচ করতে হবে ত্রিপুরার জনজাতি মানুষদের জন্য। এর আগে এত বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়নি বলে মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছে। #breakingnews #banglanews #newstoday #today_breaking_news #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?