North 24 pgs : জল ধরো জল ভরো : U Bangla TV

North 24 pgs : জল ধরো জল ভরো : U Bangla TV

Jan 27, 2024 - 17:30
 0  3

মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জল ধরো জল ভরো প্রকল্পের কথা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চলছে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট সেইরকমই দক্ষিন দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ২২ কাঠা জমির মধ্যে একটি সাড়ে পাঁচ কাঁঠার পুকুর ছিল। সেই পুকুরটি অবৈধ নির্মাণকারী সংস্থা, ভরাটের উদ্যোগ নেয়। দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদার কে বিষয়টি অবগত করলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এলাকাবাসী একটি মার্চ পিটিশন করে এবং সেই মার্চ পিটিশন জমা করা হয়, পৌরসভায়। পৌরসভা থেকে সঙ্গে সঙ্গে লোক পাঠানো হয়। এবং এই খবর যায় এলাকার বিধায়ক ব্রাত্য বসু এবং পুরসভার চেয়ারপারসন কস্তুরী চৌধুরীর কাছে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেন শুক্রবার সকালে ওই ২২ কাঠা জমির মধ্যে যে পুকুর ভরাট হচ্ছিল সেখানে জেসিবি পাঠিয়ে পুকুরের মাটি সম্পূর্ণ তুলে দেওয়া কাজ শুরু হয়। মহিলা প্রেসিডেন্ট রানু দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং নিজে ঘটনাস্থলে আসেন এবং পুকুর থেকে মাটি উঠানো হয়। পৌরসভার পক্ষ থেকে গতকালই একটি অর্ডার দেওয়া হয় যাতে পুকুরকে পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার বহুক্ষণ পরে এলাকায় উপস্থিত হন, কাউন্সিলর বিউটি হালদার এবং তার স্বামী বিপ্লব হালদার। কাউন্সিলরের স্বামী বিপ্লব হালদার জানিয়েছেন যে তারা বিষয়টি কিছুই জানতেন না। তারাও এই অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন এত বড় একটা জমিতে সাড়ে পাঁচ কাঠা পুকুর ভরাট হয়ে যাচ্ছে এটা কেউ জানতেন না। এই নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসী বিধায়ক ব্রাত্য বসুকে ধন্যবাদ জানান পুকুর কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছে তার জন্য। #north24pargana #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow