Tripura : সড়ক অবরোধ করে বিক্ষোভ : U Bangla TV
Tripura : সড়ক অবরোধ করে বিক্ষোভ : U Bangla TV
সরকারি বিদ্যালয়ের শিক্ষক যদি দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তাহলে সেই শিক্ষকরা কিভাবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলবেন তা নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন?। দেখা গেছে, সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া মহকুমার অন্তর্গত বেজিমারা ওএনজিসি চৌমুহনি জে.বি বিদ্যালয়ে ২৬ শে জানুয়ারি দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। নিয়ম অনুসারে কথা ছিল, জাতীয় পতাকা সূর্যাস্তের সাথে সাথে সম্মানের সহিত নামিয়ে ফেলা। কিন্তু, বিদ্যালয়ের কাণ্ডজ্ঞানহীন শিক্ষক-শিক্ষিকারা জাতীয় পতাকা উত্তোলন করার পর তা নামানোর নিয়মটুকু ভুলে গেছেন। দেখা গেছে, বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উড়ছে। স্কুলের আশেপাশের স্থানীয় লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন। যদিও পরে স্থানীয় এলাকাবাসীদের উদ্যোগে জাতীয় পতাকাটি নামিয়ে আনা হয়। বেজিমারা জে.বি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের ভূমিকায় এলাকার লোকজনদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে? #tripuranews #tripura #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?