North 24 Pargana : বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জলের পাইপলাইন | U Bangla TV

North 24 Pargana : বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জলের পাইপলাইন | U Bangla TV

Jul 10, 2024 - 18:15
 0  5

গঙ্গার নিচে দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হয়েছে মেট্রো রেল‌ ।যেটি দেশের প্রথম নদীর নিচে দিয়ে  মেট্রো রেল । পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে শুরু হয়েছে বিভিন্ন প্রকল্প। উপকৃত হবে কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া ব্লকেও। মূলত হাড়োয়া ব্লক আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী।
আর এখানেই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল।  কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে। অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদীর যেখানে জল শেষ হয়েছে সেখান থেকে ২০ থেকে ৩০ ফুট নিচ দিয়ে প্রায় ৩৮০ মিটার লম্বা    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow