Exclusive News : সেনায় যোগ দিচ্ছে ‘রোবোটিক কুকুর’ : U Bangla TV

Exclusive News : সেনায় যোগ দিচ্ছে ‘রোবোটিক কুকুর’ : U Bangla TV

Jul 1, 2024 - 17:39
 0  10

ভারত-চিন সীমান্তের মতো কঠিন প্রাকৃতিক পরিবেশে কাজ আসবে এই ‘কুকুর’। জওয়ানদের বদলে ওরাই বইবে ভারী মালপত্র। নজরদারিও চালাবে। গুলি করে লাভ হবে না। কারণ ওদের জন্ম থাকলেও চট করে মৃত্যু নেই। কমপক্ষে কামানের গোলা না ছুড়লে শায়েস্তা করা কঠিন। আত্মনির্ভর ভারত সেনার আধুনিকীকরণে কিনেছে কুকুরের আকারে এই রোবোটিক মাল্টি-ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউলস । এই ধরনের ২৫টি মিউলস-এর সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগির রোবোটিক কুকুরগুলি সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে।


গত বছর সেপ্টেম্বরে মাসে জরুরি ভিত্তিতে ১০০টি রোবোটিক কুকুর কেনার অর্ডার দেওয়া হয়েছিল। তার মধ্যে ২৫টি চারপেয়ে রোবোট সেনায় যোগ দিতে চলেছে। সেনা সূত্রে জানা গিয়েছে, কুকুরগুলি সেনার জন্য কার্যকরি হলে এগুলি আরও কেনার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, দিল্লির এক সংস্থা সেনার জন্য এই রোবোটিক কুকুরগুলি তৈরি করছে। ঠিক কীভাবে কাজ করে এই চারপেয়ে যন্ত্র?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow