Birbhum : ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং এলিট বুক অব রেকর্ডে নাম মেহেকের | U Bangla TV
Birbhum : ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং এলিট বুক অব রেকর্ডে নাম মেহেকের | U Bangla TV
এক মিনিটের মধ্যে বলতে পারে ভারতের কোথায় কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। রয়েছে আরও অবিশ্বাস্য দক্ষতা। এই দক্ষতা জোরেই বীরভূমের মেহেক তাসনিম
ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং এলিট বুক অব রেকর্ডে নাম তুলেছে। জানলে অবাক হবেন মেহেকের বয়স মাত্র চার বছর। আর এই বয়সেই এমন খ্যাতি অর্জন করেছে এই পুচকে।
বীরভূমের ইলামবাজার থানার ঘুড়িষা গ্রামের মেয়ে মেহেক তাসনিম। ভারতের ম্যাপের সঙ্গে তার পরিচয় তিনবছর বয়স থেকে। ১ মিনিটের মধ্যে সম্পূর্ন ভারতবর্ষের ম্যাপের কোথায় কোন রাজ্য , কেন্দ্র শাসিত রাজ্য প্রতিবেশি দেশ সবাই ওর জানা। ইংরেজিতে অনেক কথাই বলতে পারে। ২-৩ সেকেন্ডের মধ্যে ১০ টারও বেশি ফল , ফুল,সবজি, পাখি-সহ অনেক জিনিসের নাম বলতে পারে।
What's Your Reaction?