Nodia : লোকসভা নির্বাচনকে সামনে রেখে : U Bangla TV

Nodia : লোকসভা নির্বাচনকে সামনে রেখে : U Bangla TV

Dec 29, 2023 - 15:24
 0  2

আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং জাতীয় ভোটার দিবসের কথা মাথায় রেখে ভোটারদের সচেতন এবং উৎসাহ বাড়াতে জেলা প্রশাসনের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদীয়া জেলাশাসক এস অরুন প্রসাদের নেতৃত্বে নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে নদীয়া জেলার বিভিন্ন ইলেক্টোরাল লিটরেসি ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। মূলত আর কয়েক মাস বাদেই রয়েছে লোকসভা নির্বাচন। বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের আগে জেলা প্রশাসনের তরফ থেকে ভোটারদের উৎসাহ এবং সচেতন বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আগামী ২৫শে জানুয়ারি রয়েছে জাতীয় ভোটার দিবস। সেই দিনটিতে জেলা প্রশাসনের নেতৃত্বে সারাদিন চলবে বিভিন্ন পদ্ধতিতে ভোটারদের উৎসাহ করার কাজ। মূলত তার এই প্রস্তুতি হিসেবে এদিন নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে জেলা প্রশাসনের নেতৃত্বে জলে এই অনুষ্ঠান। এ বিষয়ে নদীয়া জেলাশাসক এস অরুন প্রসাদ জানান, এবছর আমরা ভোটারদের উৎসাহ করতে এবং জাতীয় ভোটার দিবসে মূলত পাঠের তৈরি বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা ব্যবহার করব। যেহেতু নদীয়া জেলা হাজার হাজার কৃষকরা রয়েছে যারা পাট চাষের সঙ্গে যুক্ত সেই কারণেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হবে বিভিন্ন ধরনের জিনিসপত্র। তিনি বলেন শুধুমাত্র জেলা প্রশাসন নয় তার বাইরে ও যারা বেসরকারি সংস্থা রয়েছে তারাও এই পার দিয়ে তৈরি বিভিন্ন দ্রব্য ব্যবহার করতে পারেন। এতে পরিবেশ দূষণ যেমন রক্ষা পাবে তেমনি অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে বলে মনে করেন তিনি। #nodia #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow