Durgapur : গ্রেফতার অনলাইন ডেলিভারি সংস্থার গাড়ি চালক : U Bangla TV

Durgapur : গ্রেফতার অনলাইন ডেলিভারি সংস্থার গাড়ি চালক : U Bangla TV

Mar 21, 2024 - 18:56
 0  5

জাতীয় সড়কের এক পাশে পুলিশ ফাঁড়ি আর এক পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস। জানা ছিল ক্যাশ অন ডেলিভারির টাকা থাকে সংস্থার অফিসেই। সেদিনেও আড়াই লক্ষ টাকা রাখা হয়েছিল পরদিন ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিসের ক্যাশ বাক্সে। সুযোগ বুঝে সেই রাতেই ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভাঙলো । তারপরে আড়াই লক্ষ টাকা পকেটে ভরে সিসিটিভি ক্যামেরা ভেঙে পালিয়েও গেল। চলতি মাসের ১৯তারিখ রাতের অন্ধকারের ঘটনা কুড়ি তারিখ সকালে প্রকাশ্যে আসতেই ছড়িয়ে যায় চাঞ্চল্য। সিসিটিভি ক্যামেরা শেষ মুহূর্তে ভাঙলেও দরজা ভেঙে ঢোকার এবং চুরি করার মুহূর্তের ফুটেজ থেকেই গেল মেশিনে। চুরি করছে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউরী। সেই ফুটেজে চোরকে দেখতেই চোখ কপালে উঠে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তের ভিত্তিতে কুড়ি তারিখ রাতেই দুর্গাপুরের নাগার্জুন এলাকা থেকে রাজু বাউরীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় নগদ আড়াই লক্ষ টাকাও। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে #durgapur #durgapurnews #newstoday #banglanews  @ubanglatvofficial

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow