South 24pgs : পিঠে পুলি উৎসবের আয়োজন : U Bangla TV

South 24pgs : পিঠে পুলি উৎসবের আয়োজন : U Bangla TV

Dec 29, 2023 - 15:15
 0  2

বাংলার সুপ্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে রসের সন্ধানে নতুনত্বের স্বাদে বিরাট পিঠে পুলি উৎসবের আয়োজন করা হলো রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যেগে। বৃহস্পতিবার রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া বড়দা প্রসাদ স্কুলে বসেছে একাধিক স্টল। ওয়ার্ডের মা বোনেরা পিঠে পুলি উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন স্বাদের সুস্বাদু পিঠে, পাটিসাপটা, পায়েস নিয়ে ওয়ার্ডের গৃহবধূরা উৎসবে অংশগ্রহণ করে। সূদুর থেকে গুড় ও পাটালি নিয়েও হাজির হয় বেশ কিছু মানুষ। শুধু পিঠে পুলি উৎসবই নয়' তার সাথে হস্তশিল্পের নানান সরঞ্জাম নিয়েও হাজির হয়েছেন অনেকে। গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে এই স্টল বসানো হয়েছে। পুরাতন ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে দ্বিতীয় বর্ষ পিঠে পুলি উৎসবের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তী। গোটা স্টল ঘুরে দেখেন তিনি। পাশাপাশি তাদের বানানো জিনিসও কেনেন তিনি। মোট ৪৮টি স্টল ছিল উৎসবের বিক্রয় কেন্দ্রে। পিঠে পুলি উৎসবের প্রধাণ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক তথা ২৯ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া মুখার্জি। এছাড়াও মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। #north24pargana #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow