West Bengal : রামের পর এবারে হনুমান পুজোর তোড়জোড় সুকান্তর খাসতালুকে : U Bangla TV

West Bengal : রামের পর এবারে হনুমান পুজোর তোড়জোড় সুকান্তর খাসতালুকে : U Bangla TV

Jan 29, 2024 - 15:18
 0  5

২৯ জানুয়ারী -------- রামের পর এবারে হনুমান পুজোর তোড়জোড় সুকান্তর খাসতালুকে।।৪১ হাত উচ্চতার ওই বিশালাকার দেবতার পুজোকে ঘিরে এখন চরম উন্মাদনা বালুরঘাটের ভূষিলা গ্রামে।।থাকছে সাতদিন ব্যাপী বিরাট মেলার আয়োজনও।।জানা যায়, ভূষিলা এলাকার ওই বজরংবলী পুজোটি এবারে দশম তম বছরে পা দিয়েছে।।প্রতিবছর ওই গ্রামে এই সময়ে বজরংবলীর পুজো হলেও এবারে রাম মন্দির উদ্বোধনের আবহে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে।।মন্দির চত্বরকে কেন্দ্র করে এবারে বসেছে বিরাট গ্রাম্য মেলাও।।শুধু তাই নয়, বজরংবলীর পাশাপাশি এলাকায় পুজিত হচ্ছেন রাম, সীতা লক্ষণেরাও।। সাতদিন ব্যাপী এই পুজো ও তাকে ঘিরে মেলার আয়োজনে মনোমুগ্ধকর সাজ ও আলোকসজ্জায় মুখরিত হয়েছে এলাকা।।যেখানে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে রাম যাত্রা, রামায়ন পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।। প্রায় দেড়মাস ধরে হরিরামপুরের প্রতিমা শিল্পী অর্জুন দেবনাথ ও তার ছয়জনের দল বিরাট আকারের ওই বজরংবলীর মুর্তিটি তৈরি করেছে বলে দাবি করেছেন পুজো উদ্যোক্তারা।। পূজা কমিটির তরফে উজ্জ্বল দাস ও নান্টু মহন্তরা জানান, ৪১ হাত উচ্চতার এই বজরংবলির বিগ্রহটির পুজোকে কেন্দ্র করে মানুষের ভিড় উপচে পরেছে।।দশবছর ধরে এলাকায় পুজিত হয়ে আসছে এই বিগ্রহ।।আগামীতে এলাকায় তপোবন গড়বার ভাবনা নিয়ে এগোচ্ছেন পুজো উদ্যোক্তারা।। #westbengal #westbengalnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow