Nadia : দোল পূর্ণিমার আগেই নবদ্বীপের জোরদার ট্রাফিক ব্যবস্থা : U Bangla TV
Nadia : দোল পূর্ণিমার আগেই নবদ্বীপের জোরদার ট্রাফিক ব্যবস্থা : U Bangla TV
দোল পূর্ণিমার আগে চৈতন্য ভূমি নবদ্বীপ শহরের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে আসরে নামলেন নবদ্বীপ থানার আরোক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি। এদিন অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে নবদ্বীপ শহরের ব্যস্ততম পোড়ামা তলা রোড সহ বেশ কিছু জনবহুল রাস্তার ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা গেল নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিককে। আসন্ন দোল পূর্ণিমা ও শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে শহরের ব্যস্ততম এবং জনবহুল যোগনাথতলা মোড় থেকে ঢপয়ালির মোড়, বিষ্ণুপ্ৰিয়া স্টেশন থেকে বাজার রোড, নবদ্বীপ খেয়াঘাট থেকে ফাঁসি তলা, রাধাবাজার হয়ে নবদ্বীপ ধাম স্টেশন এইসব ব্যস্ততম রাস্তাগুলিকে একমুখী করে দেওয়ার পাশাপাশি ব্যস্ততম পোড়ামাতলায় কোনরকম টোটো স্ট্যান্ড থাকবে না। আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিতে দেখা গেল পুলিশ প্রশাসনকে। অর্থাৎ পোড়ামাতলা মোড় থেকে সমস্ত যানবাহন উত্তরমুখী যেতে পারবে,কিন্তু যোগনাথ তলা মোড় থেকে কোনও যানবাহন দক্ষিণ মুখো বা পোড়ামাতলায় যেতে পারবে না। এর ফলে অনেকটাই যানজট কমবে বলে আশা প্রকাশ করেন শহরবাসী। কেননা দিনের পর দিন যেভাবে টোটোর সংখ্যা বেড়েছে এই ছোট্ট প্রাচীন জনপদ চৈতন্য ভুমি নবদ্বীপ শহরে,তাতে চিন্তিত আপামর শহরবাসী। #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?