Assam : চাপরে ভূ-মাফিয়ার স্বৈরাশাসক : U Bangla TV
Assam : চাপরে ভূ-মাফিয়ার স্বৈরাশাসক : U Bangla TV
চাপরে ভু- মাফিয়ার দিন দিন নিপীড়ন বেড়েই চলছে । অভিযোগ অনুসারে শালকোচা বন বিভাগের একাংশ বন কর্মীর সাথে মত আলাপ করে ভূ মাফিয়া চালিয়ে যাচ্ছে অবৈধ মাটি খনন কার্য। অবৈধভাবে মাটি খননের খবর দেওয়ার ফলে ওই যুবকটির জীবন কাল হয়ে দাঁড়ালো। বন বিভাগকে খবর দেওয়ার পর আক্রমণের বলি হলো স্থানীয় যুবক জাল্লাল মন্ডল। চাপরের চিড়াকুটা গ্রামের দ্বিতীয় খণ্ডতে জল মহলে অবৈধভাবে মাটি খননের অভিযোগ দায়ের করেছিল ওই অঞ্চলের যুবক , তারপর শালকোচা বন আধিকারিক অভিযান চালিয়ে খননকার্য বন্ধ করে। ফলে ভূ মাফিয়া ক্ষতিগ্রস্ত হয়ে ওই অঞ্চলের সচেতন যুবককে আক্রমণ করে। ওই যুবকটি রোজা রেখে জুম্মার নামাজ পড়া শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পথে ভু মাফিয়া আক্রমণ চালায় যুবকটির উপর। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়ার পর, পুলিশ উপস্থিত হওয়ার ফলে প্রাণ রক্ষা পায় যুবকটির। এই আক্রমণের ঘটনা কে ঘিরে ওই যুবকটি একটি মামলা দায়ের করেন ওই মামলার ভিত্তিতে তিনজনকে পুলিশ আটক করতে সক্ষম হয় কিন্তু তাদের মধ্যে একজন ভু মাফিয়া থানা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উত্থাপিত করে ভুক্তভোগী যুবকটি। পাশাপাশি দুজন ভু মাফিয়াকে পুলিশ থানাতে নিয়ে জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে। এখন প্রশ্নটি হল , এই সকল ভূ মাফিয়াদের নিপীড়ন রুখতে সক্ষম হবে কি, বিভাগীয় কর্তৃপক্ষ তথা প্রশাসন? কিভাবে এই সকল ভু মাফিয়া চিরাকুটা গ্রামের দ্বিতীয় খণ্ডের জল মহলের অবৈধভাবে মাটি খনন চালিয়ে যাচ্ছে। এখন এই সকল দৃশ্য সহজ হয়ে পড়েছে শালকোচা বন বিভাগের অন্তর্গত বিভিন্ন জায়গাতেও, অপরদিকে মাটি ভর্তি জাম্পারের দৌরাত্মকে অতিষ্ঠ সর্বসাধারণ জনগণ দিনে রাতে শাল কোচা পুলিশ থানার সম্মুখে চলছে শো - শো মাটি ভর্তি ডাম্পার। #newstoday #banglanews #assamesenews #assam @ubanglatvofficial
What's Your Reaction?