Nadia : রং খেলার দিন মধ্যপান করে বাইক চালালে কোন ছাড় নয় : U Bangla TV
Nadia : রং খেলার দিন মধ্যপান করে বাইক চালালে কোন ছাড় নয় : U Bangla TV
রং খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোন ছাড় নয়, নেওয়া হবে কঠিন পদক্ষেপ। জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এদিন নদীয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পূজার বারোয়ারীদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পূজার বারোয়ারী এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা। মূলত প্রতিবছর গোপাল পূজা অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়। যার কারনে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করলো রানাঘাট জেলা পুলিশ। এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। গোপাল পুজোর দিন যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারী কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন পুলিশসুপার। পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?