Nadia : মধ্যবিত্তের আকাশছোঁয়ার গল্প : U Bangla TV

Nadia : মধ্যবিত্তের আকাশছোঁয়ার গল্প : U Bangla TV

Feb 6, 2024 - 19:33
 0  2

ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে 6 বছরের চেষ্টায় বাড়িতেই বানিয়ে ফেললেন প্যারাগ্রাইডারমধ্যবিত্তের আকাশছোঁয়ার গল্প সফল করলেন নদীয়ার পার্থ মন্ডল। বাড়ি নদীয়ার ধানতলা থানার দোলুয়াবাড়ি এলাকায়। বয়স ২৪, পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। ছোটবেলা থেকেই শখ ছিল নিজে হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন। দীর্ঘ ৬ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন যা দিয়ে ডাঙায়ও চলা যাবে, অন্যদিকে আকাশেও ওড়া যাবে। এক কথায় যাকে বলা হয় প্যারাগ্রাইডার। ৮০ কিলো ওজন ২২৪ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি করে ফেলেছেন এমনই আশ্চর্য আবিষ্কার। নিজের হাতে তৈরি করা প্যারাগ্রাইডার নিয়ে আকাশেও চক্কর কেটেছেন। এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। বসার জায়গা রয়েছে একজনের। কোনরকম প্রশিক্ষণ ছাড়াই তার এরকম কর্মকাণ্ড দেখে হতবাক সকলেই। এক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছেন । তার পরেই একটু একটু করে গড়ে ফেলেছেন এমনই অভিনব জিনিস। পেট্রোল চালিত এই যন্ত্র তৈরি করতে খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। কিছু যন্ত্র অনলাইনে বাকিটা খোলা বাজার থেকে কিনেছেন। এলাকার যুবকের এই কর্মকাণ্ড দেখে খুশি এলাকাবাসীরা। #nadia #newstoday #nadianews #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow