Durgapur : আবারো রেললাইনে চ্যুতির কারণে তিন ঘন্টা বিঘ্নিত ট্রেন চলাচল
Durgapur : আবারো রেললাইনে চ্যুতির কারণে তিন ঘন্টা বিঘ্নিত ট্রেন চলাচল
রেল লাইনে বৈদ্যুতিক খুঁটি বেঁকে প্রায় ৩ঘন্টা বিঘ্নিত ট্রেন চলাচলে। যার ফলে দুটো আপ লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ দুর্গাপুর রেল স্টেশন এবং ওয়ারিয়া স্টেশনের মাঝে আপ মেন লাইনের বৈদ্যুতিক খুঁটি বেঁকে যায়। বেলা এগারোটা নাগাদ ও ১টা নাগাদ আসানসোল গামী দুটো লোকাল ট্রেন দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকে প্রায় ঘণ্টা তিনেক। দ্রুত রেল কর্মীদের তৎপরতায় ৩ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। কি কারণে তার বৈদ্যুতিক খুঁটি বেঁকে গেল তা নিয়ে তদন্ত করা হবে বলেও জানান রেল কর্তৃপক্ষ। #newstoday #news #durgapur #curentaffairs #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?






