Nadia : চায়ের দোকান দেওয়ার নাম করে দেশি মদ বিক্রির অভিযোগ : U Bangla TV
Nadia : চায়ের দোকান দেওয়ার নাম করে দেশি মদ বিক্রির অভিযোগ : U Bangla TV
চায়ের দোকান দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানিও কোন লাভ হয়নি। অবশেষে এলাকার মহিলারা একত্রিত হয়ে ভেঙে দিল ওই মদের দোকান। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিবপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকায় চায়ের দোকানের নাম করে একটি টিনের ঘর করে এক ব্যক্তি। প্রথমে দিন কয়েক চা বিক্রি করল পরবর্তীকালে সে দেশি মদ বিক্রি করতে শুরু করে। ওই এলাকার মহিলারা একাধিকবার বারণ করা সত্ত্বেও সে মদ বিক্রি চালিয়ে যায়। গ্রামবাসীর দাবি গ্রামের মধ্যে মদ বিক্রি করার ফলে নিত্যদিন গ্রামের একাধিক পুরুষরা মদ খেয়ে বাড়িতে অশান্তি করে। এ বিষয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত ডেপুটেশন দেওয়া হয় এলাকাবাসীর তরফে। পুলিশ একবার এসে বেআইনি মদগুলো উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি। নিয়মিত সে মদ বিক্রি করতে থাকে। এদিন এক প্রকার নিরুপায় হয়েই গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা ওই বেআইনি মদের দোকানে চড়াও হয়। ভেঙে দেওয়া হয় দোকান ঘর। মহিলারা আসার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই মদ ব্যবসায়ী। #nadia #nadianews #westbengalnews #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?