Nadia : গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড : U Bangla TV

Nadia : গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড : U Bangla TV

Jul 10, 2024 - 18:38
 0  4

গ্যাস সিলিন্ডার ফেটে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো স্কুলে। ঘটনাটি ঘটেছে   নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার, সত্যনগর এলাকার পার্মত্য সেন এসএসকে স্কুলে। আচমকা জোর শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমনিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। দিদিমণিদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে গ্রামবাসীরা  এবং তড়িঘড়ি করে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে বের করে দেয় । গ্রামবাসীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের আধিকারিকরা  । কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow