Nadia : ইতিহাস ধরে রেখেছে প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর : U Bangla TV

Nadia : ইতিহাস ধরে রেখেছে প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর : U Bangla TV

Mar 9, 2024 - 16:42
 0  5

শিবরাত্রি উদযাপন উপলক্ষ্যে দুইদিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করে ৮ থেকে ৮০। প্রায় ৪০ বছরের পুরনো শিব পুজোর ইতিহাস ধরে রেখেছে প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। নদীয়ার তাহেরপুর থানার শেষ প্রান্তে রয়েছে চন্দ্রপুর গ্রাম। অন্যান্য পুজোর মত ধুমধাম করে পালিত না হলেও ,পূর্ব পুরুষদের করে আসা শিবপূজোকেই প্রধান অনুষ্ঠান হিসেবে মানে গোটা গ্রাম। সেই কারণেই শিব পূজার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান চলে-- চন্দ্রপুর সবুজপল্লী সংঘের উদ্যোগে। বিভিন্ন শিক্ষা অনুষ্ঠানের পাশাপাশি-- রাতের বেলা লোকগীতি এবং সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। শিক্ষা ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে-- তাদের আগ্রহ বাড়িয়ে তুলতেই এই ধরনের অনুষ্ঠান বলে জানান আয়োজকরা। অন্যদিকে এ বিষয়ে বারোয়ারি সভাপতি এবং এক সদস্য জানান, যেহেতু পূর্বপুরুষরা এই শিবপূজো করে আসতো, সেই কারণে আমরা তাদের ইতিহাস ধরে রেখেছি এবং বিভিন্ন অনুষ্ঠান আরো বেশি করে বাড়িয়েছি--- যাতে আগামী প্রজন্ম আরো উৎসাহ পায় শিবপূজো করার জন্য। #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow