Jalpaiguri : উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম কোয়েল আইএএস হতে চায় : U Bangla TV

Jalpaiguri : উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম কোয়েল আইএএস হতে চায় : U Bangla TV

May 9, 2024 - 15:14
 0  5

উচ্চ মাধ্যমিকে জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে কলা বিভাগের দুই ছাত্রী। দুজনেই ধূপগুড়ি মহকুমা এলাকার বাসিন্দা। একজন আংড়াভাষা বংশীবাদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস ও অপরজন ডাউকিমারী ডিএন উচ্চবিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায়। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৩। জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারী ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায় আগামীতে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়ে ইউপিএসসির প্রস্তুতি নিতে চায় সে। এরপর আইএএস হতে চায় সে। বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৮, এডুকেশনে ৯৭, ভূগোলে ৯৯ এবং রাষ্ট্রবিজ্ঞানে ৯৪। অন্যান্য ছাত্রীদের সঙ্গে ব্যাচেই পড়তো কোয়েল। কোয়েলের বাবার ছোটো দোকান রয়েছে, মা গৃহবধু। অল্প কয়েক নাম্বারের জন্য মেধাতালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল। তার এই ফলের জন্য বাবা, মা, প্রাইভেট শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায়। ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা #jalpaiguri #newstoday #highersecondaryexam  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow