Tripura : শিব চতুর্দশীতে ত্রিপুরার শিব মন্দিরগুলিতে পূর্ন্যার্থীদের ভিড় : U Bangla TV
Tripura : শিব চতুর্দশীতে ত্রিপুরার শিব মন্দিরগুলিতে পূর্ন্যার্থীদের ভিড় : U Bangla TV
পরিবারের সকলের মঙ্গল কামনায় শিবের মাথায় দুধ ঢালার জন্য শনিবার সকাল থেকেই আগরতলা শিববাড়ি সহ ত্রিপুরার প্রত্যেকটি শিব মন্দিরগুলোতে --পূর্ন্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করে গেছে। কথিত আছে, মহা শিবরাত্রির দিন মহেশ্বর প্রথমবার মাটি থেকে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এদিন শিবের পাশাপাশি বিষ্ণুদেব ও ব্রহ্মার পুজো ও করা হয়। এই তিন দেবতাই একসঙ্গে অবস্থিত এই শিবলিঙ্গে। পাশাপাশি --এই পবিত্র দিনে, শিব-পার্বতীর ও বিবাহ হয়েছিল বলে, উভয়কেই এক আসনে রেখে পুজো করার নিয়ম রয়েছে। মহা শিবরাত্রির দিন ভক্তরা উপবাস রেখে ভক্তি ও শ্রদ্ধার সাথে দেবাদিদেব মহাদেবের পুজো করেন।Tripura : শিব চতুর্দশীতে ত্রিপুরার শিব মন্দিরগুলিতে পূর্ন্যার্থীদের ভিড় : U Bangla TV
What's Your Reaction?