Murshidabad : বইমেলাতে ভিড় জমেছে সনাতন ধর্মীয়ভাবাবেগের বুক ষ্টল গুলিতে : U Bangla TV
Murshidabad : বইমেলাতে ভিড় জমেছে সনাতন ধর্মীয়ভাবাবেগের বুক ষ্টল গুলিতে : U Bangla TV
সম্প্রীতির জেলা মুর্শিদাবাদে চলছে বইমেলা। আর এবারের বইমেলায় ক্রেতাদের ভিড় জমেছে সনাতন ধর্মীয়ভাবাবেগের বুক ষ্টল গুলিতে । গত 9 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত গোরক্ষ পুর গিতা প্রেস রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রকাশনা স্টল ছাড়াও সনাতন ধর্ম সম্পর্কিত বুক স্টল গুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো বিক্রেতা মহারাজেরায জানাচ্ছেন শুধু সনাতন ধর্মের লোকেরাই নয় সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ও রামায়ণ মহাভারত গীতা ৪ খন্ডের বেদ সহ সনাতন ধর্মের আগ্রহ দেখিয়ে বিপুল পরিমাণে বই কিনছেন প্রথাগত সাহিত্য রম্য রচনা প্রবন্ধের বাইরে সাত বদল করতে অনেক তরুণ তরুণীকেও ধর্মীয় বইয়ের সম্ভার নাড়াচাড়া করতে দেখা যায় এছাড়া এসবের মধ্যে লক্ষ্যণীয়ভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষকেও রামায়ণ মহাভারত বেদ এছাড়াও পুরাণ উপনিষদ নিয়ে কৌতুহলী অনুসন্ধানে দেখা গিয়েছে সম্প্রীতি জেলা মুর্শিদাবাদে ভিন্ন সম্প্রদায় কে জানার বোঝা সামাজিক দায়ী থেকে তাদের আগ্রহ বলে জানিয়েছেন পারভেজগার মুসল্লিরা #mursidabad #murshidabadnews #westbengal #bookfair #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?