Murshidabad : নেতাজির জন্ম জয়ন্তী পালন বড়ঞার পাঁচথুপি নাগরিক মঞ্চে : U Bangla TV
Murshidabad : নেতাজির জন্ম জয়ন্তী পালন বড়ঞার পাঁচথুপি নাগরিক মঞ্চে : U Bangla TV
নেতাজির গলায় মাল্যদান করে জন্ম জয়ন্তী পালন বড়ঞার পাঁচথুপি নাগরিক মঞ্চের। আজও নেতাজীর স্মৃতি বুকে নিয়ে জেগে আছে পাঁচথুপি গ্রাম ।আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মদিন ।মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত পাঁচথুপি ঘোষ মৌলিক পরিবার। ঘোষ মল্লিক পরিবারের বাসিন্দা সুনীল মোহন তখন কলকাতার বাসিন্দা। সেই সময় তখন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন সুনীল মোহন। আর তার জেরেই ১৯৩৫ থেকে ১৯৩৭সালের মধ্যে নেতাজী সুভাষ চন্দ্র বসু পা রেখেছিলেন পাঁচথুপি গ্রামে। ঘোষ মৌলিক পরিবারে লুচি, আলুরদম ও পায়েস খেয়ে ছিলেন। শুধু তাই নয় তারপরেও একাধিকবার চিঠি পাঠিয়েছিলেন নেতাজি এই পাঁচথুপির উদ্দেশ্যে আর তারই মধ্যে উল্লেখযোগ্য একটি চিঠি ছিল যেখানে তিনি লিখেছিলেন এই পাঁচথুপি কে গ্ৰাম বলা যায়না পাঁচথুপি শহরের মতন।নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে পাঁচথুপি গ্রামের যেন নারীর টান তাই আজও গর্ববোধ করেন গ্রামের বাসিন্দারা। তবে নেতাজির সেই আবেগ ভরা পাঁচথুপীকে নিয়ে বলা কথা যেন আজও স্বপ্নই রয়ে গেছে পাঁচথুপি বাসির মধ্যে। এখনো এই গ্রামের সমস্ত স্কুল কলেজ সংগঠন একত্রিত হয়ে আজকের এই দিনটি নেতাজী মূর্তির পাদো তলে এসে সকলে একত্রিত হয় এবং মাল্যদান করেন নেতাজির মূর্তিতে । তবে পাঁচথুপি কে শহর করার নেতাজির সেই ইচ্ছা আজও অবাস্তবায়িত, আর সেই আক্ষেপ যেন গোটা গ্রামবাসীর মুখেই। #murshidabadnews #murshidabad #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?