Bishnupur: হাতির হাত থেকে বাঁচাবে প্রুফ স্ট্রেঞ্জ | U Bangla TV
Bishnupur: হাতির হাত থেকে বাঁচাবে প্রুফ স্ট্রেঞ্জ | U Bangla TV
শহরে হাতি ঢুকে গিয়ে তান্ডব চালানো নতুন নয়। জঙ্গল থেকে হাতি বিনা বাধায় ঢুকে পড়েছে নানান শহরে। বিভিন্ন শহরে হাতির তান্ডবের ছবি বার বার সামনে এসেছে। জঙ্গল থেকে লোকালয়ে বিভিন্ন গ্রামে বা শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঠেকাতে উদ্যোগী বনবিভাগ। বাঁকুড়া বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের উদ্যোগে তৈরি হচ্ছে এলিফ্যান্ট প্রুফ স্ট্রেঞ্জ। মল্লরাজাদের ঐতিহ্যের বিষ্ণুপুর শহর লাগোয়া রয়েছে বিষ্ণুপুর ও জয়পুরের সুবিশাল জঙ্গল। এই জঙ্গলের করিডর দিয়ে দলমা থেকে আসা হাতির দলের যাতায়াত। আবার রয়ে যায় এই দুই জঙ্গলে। মাঝে মাঝেই সেই করিডর ছেড়ে জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে হাতির দল ঢুকে পড়ে লোকালয়ে। এর জেরে ক্ষয়ক্ষতি হয় সবজি চাষের ঘটে বাড়ি ভাংচুর থকে মানুষের প্রানহানির ঘটনা। সেইসব ঘটনা ঠেকাতে অন্যদিকে বিষ্ণুপুর শহরে যাতে হাতি বা হাতির দল ঢুকে যেতে না পারে শুরু হয়েছে এই প্রুফ স্ট্রেঞ্জ কাটার কাজ। বিষ্ণুপুর শহর থেকে ৩ কিমি দূরে বন কামারপুকুর জঙ্গলের থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। প্রায় ১৫ থেকে ২০ কিমি এই স্ট্রেঞ্জ কাটা হবে। বনদফতর জানাচ্ছে এই প্রুফ স্ট্রেঞ্জ এর মাধ্যমে হাতিকে একদিকে করিডরের মধ্যে আটকে রাখা অন্যদিকে লোকালয়ে বা বিষ্ণুপুর ব্যস্ত শহরের মধ্যে হাতির দল যাতে ঢুকে যেতে না পারে। @ubanglatvofficial
What's Your Reaction?