Murshidabad| রাতের অন্ধকারে সিংহবাহিনীর মূর্তী চুরির চেষ্টা দূস্কৃতিদের। U Bangla TV
Murshidabad| রাতের অন্ধকারে সিংহবাহিনীর মূর্তী চুরির চেষ্টা দূস্কৃতিদের। U Bangla TV
রাতের অন্ধকারে সিংহবাহিনীর মূর্তী চুরির চেষ্টা দূস্কৃতিদের। বড়ঞার পাঁচথুপির ৩৫০ বছরের প্রাচীন অষ্টধাতু তৈরি সিংহবাহিনী মন্দিরে শেষ আবারও দুষ্কৃতী তাণ্ডব । ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে পুলিশি ভূমিকায় প্রশ্ন তুলেছেন পাঁচথুপি ঘোষ হাজরা পরিবারের সদস্যরা
প্রায় চারশো বছর প্রাচীন এই মন্দিরে রয়েছে সোনা সহ অষ্ট ধাতুর মূর্তি, মন্দির পরিচালনাকারী ঘোষ হাজারা পরিবারের দাবি গত কয়েক বছর আগেই এই মন্দিরে চুরি গেছিলো সোনার মূর্তি বিভিন্ন অলঙ্কার তারপর সেই সময় থাকা বড়ঞা থানার তৎকালীন ওসি অতি প্রাচীন এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাতে দুটি করে সিভিক ভলেন্টিয়ারকে এই মন্দিরের দায়িত্বে রাখতেন কিন্তু বর্তমানে সে সব কিছুই নেই অপরদিকে নেই কোনো সিসি ক্যামেরার ব্যাবস্থাও যার ফলে কার্যত এভাবেই দূস্কীতা রা এতো বড়ো দূসাহসিক ঘটনা ঘটিয়েছে, তবে একটুর জন্য কার্যত দূস্কৃতিদের উদ্দেশ্য সফল হয়নি পরিবারের লোকজনের রাতে ঘুম ভেঙ্গে গেলে মন্দিরের দরজা খোলা নজরে পড়তেই কার্যত দুষ্কৃতীদের ধাওয়া করে পরিবারের লোকজন যদিও সকলেই পিছনে গেট দিয়ে ব্যাপারটা হয়ে যায় এই ঘটনায় রীতিমত নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে পুলিশি সহায়তার দাবি তুলেছেন পাঁচথুপি ঘোষ হাজরা পরিবারের সদস্যরা
এলাকায় গভীর আতঙ্ক|
What's Your Reaction?