Nadia : নির্বাচন ঘোষণার আগেই নদীয়ার সদর শহরে হঠাৎ ই ভারি বুটের শব্দ : U Bangla TV
Nadia : নির্বাচন ঘোষণার আগেই নদীয়ার সদর শহরে হঠাৎ ই ভারি বুটের শব্দ : U Bangla TV
নির্বাচন ঘোষণার আগেই নদীয়ার সদর শহরে হঠাৎ ই ভারি বুটের শব্দ। পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। শুরু করলো রুটমার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহর ছাড়তেই--- যেন নির্বাচনের দামামা বেজে গেল রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরে। শনিবার রাতে, কৃষ্ণনগর পৌর এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। একই সাথে, রবিবার সকাল হতেই কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে-- রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। ইতিমধ্যেই সুষ্ঠু অবাধ নির্বাচন করতে নদীয়ার দুটি লোকসভা কেন্দ্র রানাঘাট এবং কৃষ্ণনগরে চারটি কোম্পানি করে মোট আটটি কোম্পানির কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হবে বলে সুত্র অনুযায়ী জানা গেছে। ইতি মধ্যেই নদিয়ায় ১টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি তিনটি কোম্পানি ধীরে ধীরে পৌছবে। আর কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর সাথে সাথে ই যেন নির্বাচনের দামামা বেজে গেল। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?