Murshidabad : রাতের অন্ধকারে দূস্কৃতি তান্ডব নিরপত্তার দাবি বৃদ্ধ দম্পতির : U Bangla TV
Murshidabad : রাতের অন্ধকারে দূস্কৃতি তান্ডব নিরপত্তার দাবি বৃদ্ধ দম্পতির : U Bangla TV
সন্ধ্যা ঘনালেই বাড়ি তে পড়ছে ঢিল, দুষ্কৃতীদের অত্যাচারের শিকার হয়ে এবার জগদ্বন্ধু আশ্রম বন্ধ করতে চলেছে বড়ঞার এই বৃদ্ধ দুই দম্পতি। অভিযোগ বড়ঞা থানার গৌরিনগর গ্ৰামের বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র ঘোষ ও তার স্ত্রী বাড়িতে একাই থাকেন এবং বাড়ির মধ্যেই রয়েছে জগতবন্ধু আশ্রম, ধর্মীয় রীতি অনুযায়ী সেই আশ্রমের চূড়ায় বাঁধা রয়েছে মাইক প্রতি দিন নৃত্য সেবা পুজো আরতি হয় এই আশ্রমে আর এইসব নিয়েই থাকেন বৃদ্ধ এই দম্পতি কিন্তু মাঝখানে থেকে ই সন্ধ্যা ঘনালেই বাড়িতে পড়ছে ঢিল মোটা পাথরের সজোরে ধাক্কায় ভাঙছে আশ্রমের চাল, এমনকি দুষ্কৃতীদের ছড়া ঢিলের আঘাতে আহত হয়েছেন বৃদ্ধাও, আর এইসবই কিছু নাকি লিখিত আকারে জানানো হয়েছে স্থানীয় বড়ঞা থানাতেও কিন্তু তারপরেও মিলছে না সঠিক নিরাপত্তা কার্যত তার স্বামী দুষ্কৃতী অত্যাচারের শিকার হয়ে বর্তমানে আশ্রম বন্ধ করার সিদ্ধান্ত নিতে বসেছেন বছর সত্তর প্রৌঢ্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ আজ তার বাড়িতে সি এন গেলে ক্যামেরার সামনেই কয় যত প্রাণ ভিক্ষা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন করজোরে #murshidabad #murshidabadnews #newstoday #westbengal #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?