Medinipur : প্রাথমিকের ছাত্র ছাত্রীদের তৈরি ভেষজ আবীর : U Bangla TV
Medinipur : প্রাথমিকের ছাত্র ছাত্রীদের তৈরি ভেষজ আবীর : U Bangla TV
সামনেই বসন্ত উৎসব! আর এই রং এর উৎসবে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলেই। তবে শাকসবজি দিয়ে ভেষজ আবির তৈরি করলেন প্রাথমিকের ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনেপাতা,পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁই এর পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। কচিকাঁচাদের কথায় শিক্ষকরা তাদের শিখিয়ে দিয়েছেন। তাছাড়া প্রতিবছরই তাদের বিদ্যালয়ে এই হাতে-কলমে ভেষজ আবির তৈরী করা হয়। তাই সহজে তারা তা ভলেনা এবং খুব মজাও করে এই দিনটিতে। দুই সহ শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মন্ডল এর কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচিকাঁচাদের হাতে-কলমে পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয়, তাই এই আয়োজন। দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেসরা বলেন এই কর্মসূচির মাধ্যমে কচিকাঁচারা জানলো,"গাছ আমাদের বন্ধু, তাকে রক্ষা করা দরকার।
What's Your Reaction?