Tripura : ত্রিপুরার জমাতিয়া সম্প্রদায়ের মানুষের আয়োজিত গঙ্গা পুজোয় ব্যাপক উৎসাহ : U Bangla TV

Tripura : ত্রিপুরার জমাতিয়া সম্প্রদায়ের মানুষের আয়োজিত গঙ্গা পুজোয় ব্যাপক উৎসাহ : U Bangla TV

Mar 23, 2024 - 18:22
 0  1

ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের সম্প্রদায়ের মানুষগুলোর মধ্যে বরাবরই জমাতিয়া সম্প্রদায় নানান প্রকারের ধর্মীয় আচার-আচরণ করার মধ্য দিয়ে ব্যাপক সাড়া তৈরি করে থাকে। এরকমই এক আচরণের অংশ হিসেবে প্রতিবছর যথাযথ বিধি নিয়মকে মান্যতা প্রদান করে চৈত্র মাসে নির্দিষ্ট তিথিতে গঙ্গা পুজোর আয়োজন করা হয় জগৎ সংসারের মঙ্গল কামনায়। এরই অঙ্গ হিসেবে শনিবার খোয়াই  ত্রিপুরা জেলা জমাতিয়া সম্প্রদায়ের কল্যাণপুর ময়ালের অন্তর্গত ২৯ টি গ্রাম একত্রিত হয়ে এই গঙ্গা পুজো সম্পাদন করে। কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলির সত্যগুরু পাড়ার খোয়াই নদীর তীরবর্তী স্থানে এই গঙ্গা পুজোর আয়োজনকে ঘিরে রীতিমতো মিলন মেলার পরিবেশ পরিলক্ষিত হয়। জমাতিয়া সম্প্রদায় বা জনজাতি অংশের মানুষের এটি ধর্মীয় আয়োজন হলেও ব্যাপক সংখ্যক জাতি-জনজাতি অংশের মানুষজন এই গঙ্গা পুজোতে অংশগ্রহণ করেন।  গোটা বিষয় নিয়ে জমাতিয়া সম্প্রদায়ের সর্দার বা চৌধুরী হিসেবে খ্যাত জনৈক ব্যক্তি দাবী করেছেন, তাদের গঙ্গা পুজোর আয়োজন এবার ১১০ তম বছরে পদার্পণ করেছে।  প্রতিবছর নিয়ম করে চৈত্র মাসের শনি কিংবা মঙ্গলবার অমাবস্যা এবং একাদশী তিথিকে বাদ দিয়ে এই গঙ্গা পুজোর আয়োজন করা হয় জগৎ সংসারের সার্বিক মঙ্গল কামনায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow