Bardhaman : মুখ্যমন্ত্রী প্রায় সাড়ে তিন লক্ষ আবেদনকারীর হাতে সুবিধা তুলে দেবেন : U Bangla TV
Bardhaman : মুখ্যমন্ত্রী প্রায় সাড়ে তিন লক্ষ আবেদনকারীর হাতে সুবিধা তুলে দেবেন : U Bangla TV
বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই প্রশাসনিক সভা থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ৩০ জন ও পশ্চিম বর্ধমান জেলার ২০ জনের হাতে এদিনের মঞ্চ থেকে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন আবেদনকারীকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।দুই জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি, উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। পূর্ব বর্ধমান জেলায় নতুন প্রকল্পের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় রাস্তা ও অন্যান্য প্রকল্প গুলি রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার ৪৮৯ টি রাস্তা সংস্কারের জন্য ৩৫৫ কোটি ৬৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ৩৯০ টি রাস্তার কাজ শেষ হয়েছে। জেলায় মোট ৫১৯ কিলোমিটার নতুন রাস্তার কাজ করা হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৪.৪৯ কোটি। বুধবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা গুলির উদ্বোধন করবেন। #bardhaman #bardhamannews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?