Medinipur : কোলাঘাটে রূপনারায়ণ নদের তীরে ফুলের মেলা : U Bangla TV
Medinipur : কোলাঘাটে রূপনারায়ণ নদের তীরে ফুলের মেলা : U Bangla TV
ফুল এমনিতেই জন্ম মৃত্যু বিবাহ থেকে আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রেই শোভা বর্ধনের অন্যতম অপরিহার্য্য অঙ্গ।তার উপর কোলাঘাট মানেই ফুলের হাট, যার সুখ্যাতি জগৎজোড়া। সেই কোলাঘাটেই রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হয়ে গেল ফুলের মেলা। এতে অংশ নিয়েছেন ফুল চাষি থেকে সখের পূষ্প প্রেমীরা। প্রায় পাঁচশতাধিক ফুলের টবে শীত মরসুমের অতিথিরা পাপড়ি মেলেছে বর্ণময় রূপের ছটায়। গাঁদা, ইনকা, নানা প্রজাতির চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল। ফুলের মেলা চলবে ১৭ থেকে ২৮ জানুয়ারি। ফুলের মেলার উদ্বোধন করেছেন অশতীপর পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারি বেরা। সমগ্র আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এলাকার সদ্য প্রয়াত পূষ্পপ্রেমী তথা পুষ্পজীবী নিমাই আদক স্মরণে। এদিন প্রায় ১৬ জন পুষ্পপ্রেমী যাদের পরিচর্চায় ফুল ফুটেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। #eastmedinipur #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?