Durgapur : দুর্গাপুরের যুবকের নিজের হাতে তৈরী বিস্কুটের অযোধার রাম মন্দির : U Bangla TV

Durgapur : দুর্গাপুরের যুবকের নিজের হাতে তৈরী বিস্কুটের অযোধার রাম মন্দির : U Bangla TV

Jan 17, 2024 - 13:22
 0  7

দুর্গাপুরের যুবকের নিজের হাতে তৈরী বিস্কুটের অযোধার রাম মন্দির নজর কাড়লো সবার। আর্থিক টানাটানির সংসারে দুর্গাপুরের ছোটন ঘোষের এই সৃষ্টি বিশ্বের দরবারে কদর পাক আর্জি এক মায়ের। দুর্গাপুর = ২০ কেজি বিস্কুট দিয়ে অযোধ্যা রাম মন্দির তৈরী করে, দুর্গাপুরের মানুষকে তাক লাগিয়ে দিলেন ছোটন ঘোষ। দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন এক সপ্তাহ ধরে এই কাজ করে মন্দিরের রূপ দিয়েছেন। এর আগেও দশ সিটের সৌর শক্তি দ্বারা পরিচালিত ব্যাটারি চালিত বাইক তৈরী করে শহরবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটন, সম্প্রতি চন্দ্রজান ও সৌর যান তৈরী করেছিলেন ছোটন। আর এবার একেবারে কুড়ি কেজি বিস্কুট দিয়ে নিজের হাতে অযোধ্যার রাম মন্দির তৈরী করলেন ছোটন, বিস্কুটের তৈরী সেই মন্দির ইস্কন কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজেদের কাছে নিয়ে যাবে বলে জানিয়েছেন। ছেলেবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে,ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরী করতো ছোটন, ফুলের কাজও সে ভালো করতো, আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে, অনুষ্ঠান বাড়িতে ফুলের সাজ সাজিয়ে এখন পেট চলে ছোটনের, সংসারের যাবতীয় খরচ আজ নিজেই বহন করে ছোটন, বড় ভাই আর্থিক ভাবে একটু দুর্বল আর তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু করে আজ গোটা সংসারটাই টানেন ছোটন। একটু আলাদা কিছু করার ইচ্ছে থেকেই বিস্কুটের তৈরী রাম মন্দির বানালেন ছোটন নিজে, একই ভাবে প্রথম ছ জনের বসার, সৌর শক্তি দিয়ে চালিত সোলার ব্যাটারি দিয়ে বাইক, পড়ে পুরোনো গাড়ির ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে একেবারে ১০ সিটের সোলার প্যানেল দিয়ে ব্যাটারি বাইকের পর চন্দ্রযান সৌরযান। শেষে বিস্কুট দিয়ে নিজের হাতে তৈরী অযোধ্যার রাম মন্দির, নজর কেড়েছে সবার। ছেলের এই সৃষ্টিতে খুশি ছোটনের মা, তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক। #durgapur #durgapurnews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow