Medinipur : রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস : U Bangla TV
Medinipur : রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস : U Bangla TV
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস দীঘায়। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। গার্ডওয়াল টপকে রীতিমতো বড় আকারের ঢেউ উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। শনিবার ছিল ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন দীঘা সমুদ্র সৈকতে, এই জলোচ্ছ্বাস্ দেখার জন্য। বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার ভোল বদল। শনিবার থেকেই বৃষ্টি পরিমান বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। রবিবার প্রবল ঘূর্ণিঝড় বেমাল বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দীঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে পর্যটকরা। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ইতিমধ্যেই। তবে নির্বাচনী বিধিনিষেধের জন্য পর্যটকের সংখ্যা নেহাতই কম। #medinipurnews #digha #remal #alipur_weather_forecast #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?