"ধেয়ে আসছে রেমাল" প্রচারে সিভিল ডিফেন্স : U Bangla TV

"ধেয়ে আসছে রেমাল" প্রচারে সিভিল ডিফেন্স : U Bangla TV

May 24, 2024 - 15:56
 0  7

ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড়, ২৪ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সুন্দরবন এলাকায়। এলাকায়। সকাল থেকে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ, নামখানা থানার পুলিশ গঙ্গাসাগর কোস্টাল, গঙ্গাসাগর থানা, কাকদ্বীপ থানা, হারু পয়েন্ট কোস্টাল, পাথরপ্রতিমা থানা, গোবর্ধনপুর কোস্টাল এবং সুন্দরবন উপকূলীয় থানার প্রশাসনের সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স এর করবিরা বিভিন্ন জায়গায় প্রচার শুরু করলেন .. ক্রমস্য বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। । মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্যে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মজুত রাখা হচ্ছে শুকনো খাবার ও পানিও জল । কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে।পুর পরিস্থিতি দিকে নজর রেখেছে জেলা প্রশা #exclusive #banglanews #breakingnews #remal #cyclone  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow