South 24 Pargana : মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী
South 24 Pargana : মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত রনক্ষেত্র চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় । মঙ্গলবার সকাল থেকেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভাঙড়। বিডিও অফিসের সামনেই বোমার গর্জন, চলেছে গুলিও। লাঠি, বাঁশ নিয়ে চলল বেধড়ক মারধর। হল ইটবৃষ্টি, ছোড়া হল টিয়ার গ্যাসের সেল। মনোনয়ন ঘিরে একেবারেই উত্তপ্ত ভাঙড় । কোথায় ১৪৪ ধারা? কোথায় নিরাপত্তা? কী-ই বা করছে রাজ্য নির্বাচন কমিশন? ভাঙড়ে মনোনয়ন ঘিরে অশান্তিতে উঠছে একাধিক প্রশ্ন। মঙ্গলবার সকালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ এর প্রার্থীরা। অভিযোগ, বিডিও অফিসের সামনেই তৃণমূল কর্মীরা জমায়েত করে ছিলেন। আইএসএফ কর্মীরা আসতেই ব্যাপক বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। মুড়িমুড়কির মতো বিডিও অফিসের সামনে চলতে থাকে বোমাবাজি। #newstoday #banglanews #news #panchayatelection #south24pargana @ubanglatvofficial
What's Your Reaction?