Purba Bardhaman :স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের
Purba Bardhaman :স্কুলের ক্লাস নিয়ে বড়সড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রখর গরমে গ্রীষ্মকালের সময় প্রায় দু'মাস সরকারি স্কুল ছুটির ঘোষণা করা হয়েছিল তাতে শারীরিক দিক থেকে যতটা স্বস্তি পাওয়া গিয়েছিল তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের, পড়াশোনার ক্ষেত্রে সিলেবাস অনেকটাই পিছিয়ে পড়েছে তাই পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের সেই কারণেই রাজ্য সরকারের শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকা করা হয় স্কুলের কিছুটা সময়সীমা বাড়িয়ে যাতে পঠন পাঠন করানো হয়, তাই ছাত্র-ছাত্রীদের ক্লাস এর সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হয়। সেই কথা মত পূর্ব বর্ধমান জেলায় শহর বর্ধমানের বিদ্যার্থীদের বয়েজ হাই স্কুলে একটি করে পিরিয়ড বাড়ানো হয়েছে আধঘণ্টার ,মোট আটখানা পিরিয়ড ছিল সেই পিরিয়ডকে নয়টি পিরিয়ড করা হয়েছে। সোম থেকে শুক্র বার পর্যন্ত, এতে খুশি ছাত্ররাও, এবং প্রত্যেক ছাত্র-ছাত্রী উৎসাহের সাথে তাদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে শিক্ষকদের নির্দেশ অনুযায়ী। দীর্ঘ গরমের ছুটির জেরে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যে ব্যাঘাত ঘটেছে সেই বিষয়ে শিক্ষা দপ্তরও ওয়াকিবহাল। গত বছরও প্রচন্ড গরমের জন্য গ্রীষ্মের ছুটির সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছিল সরকার। এই বছরও একই পরিস্থিতি দেখা দিল কিন্তু এই দীর্ঘ ছুটির ফলে পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা কিভাবে সামলানো হবে সেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এই অবস্থায় ছুটির ক্ষতির সামনে ছেলে মেয়েদের পড়াশোনা কোন পথে হবে তার রূপরেখা তৈরি করে দিল শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুল কে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের পড়াশোনার এই ক্ষতি সামাল দিতে হবে। এবং পরীক্ষা নির্দিষ্ট সময় হবে বলেই জানিয়েছেন শিক্ষা দপ্তর। এবং প্রতিটি ক্লাসের সিলেবাস শেষ করার জন্যই অতিরিক্ত ক্লাস নেওয়ার পাশাপাশি প্রত্যেক পড়ুয়াকে আলাদা করে মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। #burdwannews #bardhaman #westbengalnews #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?