Siliguri : বর্ষায় শাকসবজি দাম আকাশছোঁয়া, মাথায় হাত আমজনতার

Siliguri : বর্ষায় শাকসবজি দাম আকাশছোঁয়া, মাথায় হাত আমজনতার

Jun 30, 2023 - 18:38
 0  12

প্রতিবছর বর্ষার সময় বেড়ে থাকে শাকসবজি সহ বিভিন্ন কাঁচামালের সামগ্রীর দাম। বৃষ্টির ফলে বিভিন্ন কৃষি জমিতে জলমগ্ন পরিস্থিতি হওয়ার কারণে গ্রামাঞ্চল থেকে শহরে শাকসবজির উৎপাদনের সংখ্যা অনেক ঘাটতি ঘটে। শহর শিলিগুড়িতে ওদলাবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসে থাকে বিভিন্ন শাকসবজি। লাগাতার বৃষ্টিতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে জনজীবন অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে শাকসবজির উৎপাদনের সংখ্যা ও রয়েছে অনেকটাই কম। যার ফলে বেড়েছে শাকসবজির দাম এমনটাই দাবি বিক্রেতাদের।  অন্যদিকে বাজারে এসে কপালে হাত আমজনতার, আগের থেকে অনেকটা বেড়েছে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বিশেষ করে শাকসবজির দাম বাড়াতে অনিত্যের বিপাকে করতে হচ্ছে অনেককেই। বিগত ১৫ দিনের মধ্যে সব্জির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বললে অভিযোগ ক্রেতাদের এক অংশের। শুক্রবার শিলিগুড়ির বাজারগুলিতে কেজি প্রতি সব্জির দাম-
লঙ্কা ২০০ টাকা
টমেটো ১২০ টাকা
বাঁধাকপি ৪০ টাকা
ফুলকপি ৮০ টাকা
আদা ২০০ টাকা 
রসুন ১০০ টাকা 
পটল ৪০ টাকা 
বেগুন ৫০ টাকা 
শশা ৪০ টাকা 
ভেণ্ডি ৬০ টাকা
এই অবস্থায় সব্জি কিনতে এসে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে সমস্যায় পরতে হচ্ছে এর কারণে। সাধারণ খেটে খাওয়া মানুষদের এখন সব্জি বাদ দিয়ে হতে হেসেল থেকে।  অপরদিকে, সব্জি বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে প্রচুর সব্জির ফলন নষ্ট হচ্ছে। ফলে পাইকারি বাজারেই প্রচুর দামে সব্জি বিক্রি হচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরো ব্যবসায়ীদেরও চড়া দামে সব্জি বিক্রি করতে হচ্ছে। বর্ষা যত বাড়বে সব্জির মূল্যও আরও বৃদ্ধি হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow