North24pgs : কাছাকাছি আসলেও আইনের বেড়াজালে অনেক দূরে : U Bangla TV
North24pgs : কাছাকাছি আসলেও আইনের বেড়াজালে অনেক দূরে : U Bangla TV
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সীমান্ত এলাকায় , বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি রাম সীতা মন্দির । সীমান্ত পিলারের উপরেই তৈরি হয়েছে ৪০০ বছরের পুরনো রাম মন্দির। স্থানীয় সূত্রে জানা যায় এই মন্দির এক সময় ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলার কাড়াগাছি গ্রামে । দেশ ভাগ হবার আগেই এই মন্দির চলে আসে সীমান্তবর্তী এলাকা তারালীর জিরো পয়েন্টের উপরে । তখন এপার বাংলা ওপার বাংলার মানুষ যৌথভাবে এই মন্দিরে পূজা দিতেন। এখন আইনের বেড়াজালে ওপার বাংলার মানুষ আসতে পারেন না এপারে তাই ভক্তরা সীমান্তের ওপার থেকে নদীর উপর ফুল মিষ্টি ফল নদীতে ভাসিয়ে দেয় রাম সীতা মন্দিরের উদ্দেশ্যে । প্রায় সাড়ে চারশো বছর ধরে এপার বাংলার ওপার বাংলার সম্প্রীতির মেলবন্ধন এই তারালি রাম সীতা মন্দির । আইনের বেড়াজালে আটকে গেলেও দূর-দূরান্ত থেকে এপার বাংলা এবং ওপার বাংলার মানুষ সীমান্তে চলে আসেন, কেউ বা ১০ বছর পরে ওপার বাংলার আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন, কেউবা পাঁচ বছর পরে ওপার বাংলার আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করেন সোনাই নদীর পাড়ে। দীর্ঘদিন ধরেই এপার বাংলা, ওপার বাংলার এই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন চলছে সরুপনগর এর বিথারি হাকিম পুর গ্রাম পঞ্চায়েতের জিরো পয়েন্টের তারালি রাম সীতা মন্দিরে #north24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?