Malda : মহিলা ফুটবল টুর্নামেন্ট : U Bangla TV

Malda : মহিলা ফুটবল টুর্নামেন্ট : U Bangla TV

Feb 29, 2024 - 20:55
 0  3

মালদা তে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট মশালদহে,আজ সেমি ফাইনাল খেলবে কোচবিহার,গ্ৰিন জলপাইগুড়ি,শিলিগুড়ি ও কলকাতা। 'নাফরাত কি বাজার মে মহাব্বত কা টুর্নামেন্ট' এই শ্লোগানকে সামনে রেখে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কে সমর্থন জানিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। মশালদহ হাসপাতাল ফুটবল ময়দানে প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনও দুটি ম্যাচ হয়েছে।প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুড়ির।অন্য ম্যাচে খেলেছে পাটনা ও কলকাতা।নেপালকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে শিলিগুড়ি।অন্য ম্যাচে টাই ব্রেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে।টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাশেম জানান,রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে সেই বার্তাকে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস। বৃহস্পতিবার সেমি ফাইনালে খেলবে কোচবিহার,গ্ৰিন জলপাইগুড়ি,শিলিগুড়ি ও কলকাতা।এদিনও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এদিন এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম,রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনেসুর রহমান,হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম,মশালদহ অঞ্চল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান,মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান টিয়া ভগত, মশালদহ অঞ্চলের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের আর জি পি আর এস কো-ওর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। #malda #maldanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow