Tripura : বাংলার বদলে ইংরেজিতে প্রশ্নের প্রতিবাদে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ : U Bangla TV

Tripura : বাংলার বদলে ইংরেজিতে প্রশ্নের প্রতিবাদে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ : U Bangla TV

Feb 29, 2024 - 20:50
 0  7

ঊনকোটি ত্রিপুরা জেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে, গত ২২ ফেব্রুয়ারী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষা ছিলো ইংরেজি। দ্বিতীয় পরীক্ষা ছিলো রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষা। যেখানে বাংলা মাধ্যমে প্রশ্নপত্র থাকার কথা, সেখানে ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বলে ছাত্র-ছাত্রীদের অভিযোগ । ছাত্র-ছাত্রীদের আরও অভিযোগ, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের গোটা বছর বাংলা ভাষায় পড়ানো হয়েছে, এবং বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের এটাও জানানো হয় যে তাদের বাংলা মাধ্যমেই পরীক্ষা হবে। কিন্তু, পরীক্ষায় বসে ছাত্র-ছাত্রীরা ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র দেখে হতভম্ব হয়ে পড়েন। এদিন কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২১ জন ছাত্র-ছাত্রীদেরকে বাংলা মাধ্যমে প্রশ্নপত্র দেওয়া হয়। এবং বাকি ১৩ জনকে ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র দেওয়া হয় বলে ছাত্র-ছাত্রীদের অভিযোগ । এনিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয় কতৃপক্ষের নিকট দ্বারস্থ হয়। তবে, সেখানে গিয়ে প্রধান শিক্ষকের দেখা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। পরবর্তীতে প্রায় ঘন্টা ৩ পর বিদ্যালয়ে প্রধান শিক্ষক তরুণ কুমার চাকমা পৌঁছান। বিদ্যালয়ে প্রবেশ করতেই অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের নানান প্রশ্নের সম্মুখীন হন প্রধান শিক্ষক। ছাত্র-ছাত্রীদের অভিযোগ তাদের ভবিষৎ নিয়ে কে বা কারা এই খেলা খেলছে। ছাত্র-ছাত্রীদের এতবড় ক্ষতির দায়ভার কে নেবে এখন? প্রধান শিক্ষক পরবর্তীতে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের আশ্বস্থ করেন যে আগামী পরীক্ষা গুলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাংলা মাধ্যমে প্রশ্নপত্রে করার সম্পূর্ণ চেষ্টা করা হবে। প্রধান শিক্ষকের এই আশ্বাস পেয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা বিক্ষোভ থেকে বিরত নেন। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow