Malda : জোরপূর্বক চাষের জমি দখল করে কাজ শুরু করার অভিযোগ পি এইচ ই দপ্তরের বিরুদ্ধে : U Bangla TV
Malda : জোরপূর্বক চাষের জমি দখল করে কাজ শুরু করার অভিযোগ পি এইচ ই দপ্তরের বিরুদ্ধে : U Bangla TV
মালদার রতুয়ায় জোরপূর্বক চাষের জমি দখল করে কাজ শুরু করার অভিযোগ পি এইচ ই দপ্তরের বিরুদ্ধে। ঘটনা ঘিরে কৃষকদের বিক্ষোভ। উল্লেখ্য মালদার রতুয়া ১ নং ব্লকের দেবীপুর অঞ্চলের নাকাট্রি ব্রিজের কাছে আর্সেনিক প্লান্টের জল প্রকল্প তৈরীর কাজ শুরু হয়েছে। প্রায় ১৫ দিন আগে সেই কাজের শিলান্যাস হয়েছে। সেখানে প্রায় ১৩ একর অর্থাৎ প্রায় ৪০ বিঘা জমির উপর এই প্রকল্পের স্থাপত্য তৈরি হবে। সেখানকার কৃষকদের অভিযোগ তাদের কোন নোটিশ অথবা জমি একোয়া না করে তাদের জমি ঘিরে কাজ শুরু করেছে পি এইচ ই দপ্তর। তাদের জমির ন্যায্য দাম না দিলে তারা জমি ছাড়তে চাইছে না।জমি অধিগ্রহণ না করে জোরপূর্বক জমি ঘিরে কাজ শুরু করার অভিযোগ পি এইচ ই দপ্তরের বিরুদ্ধে। কৃষকরা রীতিমতো এই নিয়ে বিক্ষোভে নেমেছেন। রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের নাকাট্রি ব্রিজ সংলগ্ন এলাকা।স্থানীয় কিছু দালাল পিএইচই দপ্তরের সঙ্গে মিলে কৃষকদের থেকে সাদা কাগজে সই করেয়ে নিচ্ছে বলে কৃষকদের অভিযোগ। কৃষকদের বক্তব্য জোরপূর্বক জমি এই ভাবে নেওয়া যাবে না। আর্সেনিকমুক্ত পানীয় জলের প্রকল্প এলাকায় হোক তারাও চাইচ্ছে। সে ক্ষেত্রে তারা জমি দিলে তাদের জমির দামও দিতে হবে। তাই কৃষকরা রীতিমতো আন্দোলনে নেমেছেন।জেলা পি এইচ ই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো: মুস্তাফা জানিয়েছেন,জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে রতুয়ার বালুপুর নাকাট্টি ব্রিজের কাছে আর্সেনিক মুক্ত প্লান্ট তৈরি হচ্ছে। ফুলহর নদী থেকে জল টেনে সেখানে পরিশোধন করা হবে এরপর রতুয়ার ১ ও ২ নং এবং চাঁচল ২ নং ব্লক এলাকায় জল সরবরাহ করা হবে। বালুপুর নাকাট্টি কাট্টা রোড এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। জমির মালিকদের অনুমতি নিয়ে কাজ শুরু করা হয়েছে।তাদের মিশন মুডে কাজ হচ্ছে তাই একটু দেরি হচ্ছে। সরকারি নিয়ম মোতাবেক জমির মালিকরা নিজেদের প্রাপ্য অবশ্যই পাবেন। জমি মালিকদের প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে। যাদের জমি নেওয়া হবে তারা কেউ বঞ্চিত হবেন না। #malda #maldanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?