Alipurduar : বস্তির বাসিন্দাদের জমি প্রদান : U Bangla TV
Alipurduar : বস্তির বাসিন্দাদের জমি প্রদান : U Bangla TV
আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ভুটিয়াবস্তি ও গাংগুটিয়া বস্তির বাসিন্দাদের কালচিনি ব্লকের বিজয়পুরবস্তি এলাকায় জমি প্রদান করা হল। পূর্ণবাসনের জন্য রাজ্য সরকারের তরফে তাদেরকে জমি প্রদান করা হল। উল্লেখ্য বক্সা জঙ্গলে বাঘ আনা হবে এই জন্য বক্সা কোর জঙ্গলে স্থিত গাঙ্গুটিয়া ও ভুটিয়াবস্তিকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। ন্যাশন্যাল টাইগার কনজারভেশন অথরিটি নির্দেশিকা অনুসরণ করে পশ্চিমবঙ্গে প্রথম দুটি বনবস্তির স্থানান্তরের প্রক্রিয়া জোরকদমে চলছে। ইতিমধ্যে দুই বস্তির বাসিন্দাদের আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা সাড়ে সাত লক্ষ করে আ্যকাউণ্টে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এদিন ভুটিয়াবস্তি ৫১ ও গাংগুটিয়া বস্তির ১৫১ জন বাসিন্দাদের জমিও প্রদান করা হয়। আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন, ডিএফডি পারভীন কাশওয়ান সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে দুই বন বস্তির বাসিন্দাদের জমি প্রদান করা হয়। এ বিষয়ে জেলাশাসক আর বিমলা জানান, আমাদের জেলার দুটি বনবস্তি নিয়ন্ত্রণ হচ্ছে, দুই বনবস্তির বাসিন্দাদের কালচিনি ব্লকের বিজয়পুর বস্তিতে আনা হচ্ছে। ইতিমধ্যে বাসিন্দারা আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা পেয়ে গেছে। আজ বাসিন্দাদের সরকারের তরফে জমি দেওয়া হল, এরপর ধাপে ধাপে অন্যান্য পরিষেবাও প্রদান করা হবে। #alipurduar #westbengal #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?