SONARPUR: সোনারপুর জুড়ে নামছে জলস্তর | U Bangla TV
SONARPUR: সোনারপুর জুড়ে নামছে জলস্তর | U Bangla TV
সোনারপুর জুড়ে নামছে জলস্তর ৷ জলস্তর বাড়াতে এবার বড় পদক্ষেপ রাজপুর সোনারপুর পুরসভার ৷ দক্ষিন চব্বিশ পরগনা জেলার মধ্যে এই প্রথম এই পদক্ষেপ নিল কোনও পুরসভা ৷ বৄষ্টির জল ধরে রেখে পাইপ লাইনের মাধ্যমে সেই জল পাম্প করে পাঠানো হবে ভুগর্ভে ৷ পরীক্ষামুলকভাবে প্রাথমিক সেইকাজ শুরু হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার মহাময়াতলার জয়হিন্দ অডিটোরিয়ামে ৷ বৄষ্টির সময় অডিটোরিয়ামের ছাদে যে জল পড়ে সেই জল সংরক্ষন করা হবে ৷ তারপর সেই জল পাঠানো হবে ভূগর্ভে ৷ এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান জানান এরফলে কিছুটা হলেও জলস্তর নেমে যাওয়া আটকানো কিছুটা হলেও সম্ভব হবে ৷ প্রাথমিকভাবে জয়হিন্দ অডিটোরিয়ামে এই কাজ শুরু হলেও ধীরে ধীরে পুরসভার অন্যান্য যে সমস্ত অফিস আছে সেখানেও এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ৷ এলাকায় যে সমস্ত বড়বড় আবাসন আছে তাদের কাছে এই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আবেদন জানানো হচ্ছে বলে জানান তিনি ৷ পুরসভার জল বিভাগের পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল জানিয়েছেন মানুষকে সচেতন করতেও তাদের এই উদ্যোগ ৷ পুরসভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ৷ পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি @ubanglatvofficial
What's Your Reaction?