Malda : আস্ত একতলা বাড়িকে অক্ষত অবস্থায় ৪ ফুট উঁচু করার প্রস্তুতি : U Bangla TV

Malda : আস্ত একতলা বাড়িকে অক্ষত অবস্থায় ৪ ফুট উঁচু করার প্রস্তুতি : U Bangla TV

Jan 3, 2024 - 15:12
 0  6

মালদা জেলার গাজোলে এই প্রথম আস্ত একতলা বাড়িকে অক্ষত অবস্থায় ৪ ফুট উঁচু করার প্রস্তুতি শুরু করলো গাজোলের বাসিন্দা সুশীল পাল। সেই প্রস্তুতি দেখতেই ভিড় জমেছে এলাকাবাসী। তাদের একটাই প্রশ্ন, একি করে সম্ভব? নেটপাড়ায় দেখা এক ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নিজের আস্ত বাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা মাথায় আসে সুশীল পাল ও তার মেয়ের। বাড়ির মালিক জানিয়েছেন, অল্প বৃষ্টিতেই বাড়িতে জল ঢুকে যায় এমনই সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছিলো তাদের, নেট দুনিয়ায় বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও দেখে তারা ভাবে তাদের বাড়িটিকে উঁচু করবেন যাতে জল না ঢোকে। তিনি আরো জানিয়েছেন, এরপরেই তারা কনট্রাক্ট করেন রাজস্থানের মিস্ত্রির সঙ্গে । এরপর রাজস্থানের মিস্ত্রিরা এসে, ১১০০ স্কয়ার ফিটের বাড়িটি কে ১৫০ টি জ্যাকের মাধ্যমে উঁচু করার কাজ শুরু করে দিয়েছেন।প্রতিদিন চার জন কর্মী কাজ করছেন। কিন্তু কীভাবে সরানো হচ্ছে আস্ত বাড়িটা? জানা গেছে, প্রথমে বাড়ির নিচের মাটি খুঁড়ে সেখানে জ্যাক বসানো হয়েছে। যেমন কোনও গাড়ি তোলার জন্য জ্যাক ব্যাবহার করা হয়। প্রতিটি জ্যাক একসঙ্গে তোলা হবে। মাটি থেকে বাড়িটিকে ৪ ফুট ওপর পর্যন্ত তোলা হবে। এক তলা পাকা বাড়ির মধ্য রয়েছে দুটি বেডরুম , ডাইনিং রুম , রান্নাঘর, সৌচালয় , ঠাকুর ঘর ও সিঁড়ি রয়েছে।এই কর্মযজ্ঞ দেখতে উৎসাহীদের ভিড় পরেছে। এমন কাজ এর আগে মালদার গাজোলে ঘটেনি। তাই সকলের মনেই প্রশ্ন এটা কিভাবে সম্ভব হয়। #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow