Malda : মহা বিষ্ণু যোগ্য : U Bangla TV
Malda : মহা বিষ্ণু যোগ্য : U Bangla TV
মালদা তে মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলা বিহার সীমান্তবর্তী ফুলহর নদীর পাড়ে ভাকুরিয়া মেয়াহাট বেলগাছি এলাকায় শুরু হয়ে গেল মহা বিষ্ণু যোগ্য। এবছর ১৭ তম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। এক সময় উত্তরাখণ্ডের থিওরি জেলা থেকে আগত মনোজ দাস ব্রহ্মচারী এই এলাকায় এসে নদী তীরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরের। তারপর থেকেই এই উৎসব চলছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা। এদিন ১০৮ টি কলস নিয়ে যাত্রার মাধ্যমে এই বিষ্ণু যোগ্য উৎসবের সূচনা হয়। ওনারা আরও জানালেন এই উৎসব নয় দিন ধরে হবে পাশাপাশি চলবে ২৪ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন রামলীলা এবং নারায়ন সেবা। বাংলা বিহার সীমান্তবর্তী অঞ্চলের এই উৎসবে যোগদান করবেন বিহার ঝাড়খন্ড বাংলার আপামর ভক্তকুল। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?