Malda : আদিবাসী সংগঠনের রেল অবরোধ : U Bangla TV
Malda : আদিবাসী সংগঠনের রেল অবরোধ : U Bangla TV
মালদহ:- শনিবার সকাল সাড়ে সাতটা থেকে আন্দোলনে নামলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সংগঠনের নেতা কর্মীরা।আদিবাসী সেঙ্গেল অভিযানের ১২ ঘন্টার ভারত বনধের প্রভাব পড়ল মালদহে। শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে সেঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। এই মর্মে পুরাতন মালদার আদিনা রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আপ ডাউন দুটি রেললাইনে কার্যত নিজেদের মৌলিক অধিকারের জন্য আদিবাসী সংগঠনের কার্যকর্তারা রেল লাইনের উপর বসে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী ও রেফ বাহিনী। বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতেই তাদের এই আন্দোলন। #malda #maldanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?